মাঠেই তৈরি হচ্ছে ভার্মি কম্পোস্ট
রিং বা চারিতে (এক ধরনের পাত্র) নয়, এবার মাঠেই তৈরি হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। সিরাজগঞ্জ সদরের কৃষক ও খামারি টুক্কু মুক্তারসহ বেশ কয়েকজন এই সার উৎপাদন করে সফল হয়েছেন। জেলায় সবার আগে কড্ডার মোড়সংলগ্ন হাট পোড়াবাড়ী গ্রামের টুক্কু মুক্তার গত বছর উপজেলা কৃষি অফিস থেকে প্রশিক্ষণ…